পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ৯ মাস পর নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে অনিরুজ্জামানকে সভাপতি ও ইফতেখার মাহামুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনিরুজ্জামান গত ২১ জানুয়ারি বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ইফতেখার মাহামুদ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ৩২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির তালিকা সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ মে জাহিদুল ইসলামকে সভাপতি ও অনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য পিরোজপুর জেলা ছাত্রলীগের দুই সদস্যের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তবে ৩ বছর ৮ মাস পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করেননি তাঁরা। দুজনের মধ্যে সমন্বয়হীনতা থাকায় একসঙ্গে দলীয় কর্মসূচিও পালন করতেন না। বিষয়টি কেন্দ্রীয় দুই শীর্ষ নেতার নজরে আসার পর গত ২১ জানুয়ারি ওই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর দীর্ঘদিন জেলা ছাত্রলীগের কমিটি ছিল না। সোমবার রাতে নতুন কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ২০ জন সহসভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের অনুসারী। স্থানীয় আওয়ামী লীগে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন শ ম রেজাউল করিম, আরেক পক্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল।