দাফনের পর ‘মৃত’ কিশোরের প্রত্যাবর্তন
সিলেটের ওসমানীনগরে রবিউল ইসলাম (১৪) নামের এক কিশোরকে মৃত ভেবে দাফন করার ১৫ দিন পর সে জীবিত ফিরে এসেছে। গত ২৬ জুলাই সে নিখোঁজ হয়। ৩ আগস্ট কুলাউড়ায় এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হলে রবিউলের পরিবার সেটি শনাক্ত করে দাফন করে। পরে জানা যায়, রবিউল স্বেচ্ছায় অন্য জায়গায় কাজ নিয়েছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।