জামালপুরের ডিসির বক্তব্য ভাইরালকারীকে ‘কুলাঙ্গার’ বললেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান
জামালপুর থেকে প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদের ‘আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান’ জানিয়ে দেওয়া বক্তব্য যিনি ছড়িয়ে দিয়েছেন, তাঁকে ‘কুলাঙ্গার’ বলেছেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আবদুন নাছের। গতকাল রোববার বিকেলে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমের মেসেঞ্জারে ছড়িয়ে পড়েছে।
এস এম জামাল আবদুন নাছের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গতকাল বিকেলে উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটরিয়াম প্রাঙ্গণে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় প্রধান অতিথি ছিলেন তিনি। সেখানে তাঁর দেওয়া বক্তব্যের ১ মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে।
জামাল আবদুন নাছের অনুষ্ঠানে বলেন, ‘আমার মনটা খারাপ। জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্য। আমরা বহু দিন পরে একজন ‘ডায়নামিক’ লোক পেয়েছিলাম এই এলাকার জন্য। জননেত্রী শেখ হাসিনার কল্যাণে পেয়েছিলাম। ১ মাস ২৩ দিন দায়িত্বপালন শেষে তিনি (ডিসি ইমরান আহমেদ) চলে যাচ্ছেন। জানি না, এই জামালপুরবাসীর মধ্যে কোন কুলাঙ্গার ছিলেন, যিনি ডিসি ইমরান আহমেদের একটি বক্তব্যকে ভাইরাল করে দিয়ে জামালপুরবাসীর কপালে কুঠারাঘাত করেছেন।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘এ ভদ্রলোক যদি জামালপুরে তাঁর মেয়াদোত্তীর্ণ করতে পারতেন, তাহলে আমি বিশ্বাস করি, এ জামালপুরের ভঙ্গুর চেহারাটা বদলে দিতেন। প্রতিটি দপ্তরে মানুষের সেবা সহজ থেকে সহজতর করে দিতেন। পরিবেশ যেটা, সেটা সুন্দর হতো। আমরা সেই মানুষটিকে রাখতে পারলাম না। মানুষটি চলে গেলেন। যেখানেই তিনি যাবেন, সেখানেই তিনি আলো ছড়াবেন। কিন্তু আমরা বঞ্চিত হলাম। আমরা তাঁকে ধরে রাখতে পারলাম না। এ জন্য আমার মন খারাপ। আসলে কথা বলার মতো আমার মানসিকতা নেই।’
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এস এম জামাল আবদুন নাছের আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘ওই সব কথা আমি বলেছি। কিন্তু কুলাঙ্গার শব্দটি আমি সাংবাদিকদের উদ্দেশে বলি নাই। ডিসির বক্তব্যের এই ভিডিও প্রথমে সাধারণ ব্যক্তিদের মধ্য থেকেই ভাইরাল হয়েছে। আমি তাঁদের উদ্দেশে বলেছি।’
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে ১১ সেপ্টেম্বর বিকেলে এক আলোচনা সভায় বক্তব্য দেন মো. ইমরান আহমেদ। সেই বক্তব্যের ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ১২ সেপ্টেম্বর সকাল থেকে ছড়িয়ে পড়ে। বক্তব্যের একপর্যায়ে ইমরান আহমেদ বলেন, ‘এই সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। উন্নয়ন হতে থাকবে। এই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।’
এ নিয়ে সমালোচনা শুরু হলে ১৪ সেপ্টেম্বর ইমরান আহমেদকে প্রত্যাহার করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়। একই সঙ্গে জামালপুরে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।