গাজীপুরে পোশাক কারখানায় এসির কম্প্রেসর বিস্ফোরণ, দুজন নিহত

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বোরকান এলাকায় পোশাক তৈরির একটি কারখানায় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকের এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। নিহত দুইজন হলেন মো. সাগর আহমেদ (২৩) ও মো. সোহেল মিয়া (২৫)।

সাগর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি ওই পোশাক কারখানারকর্মী। সোহেল মিয়া এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী।

পুলিশ জানায়, বিকেলে বোরকান এলাকায় অ্যালিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডে নামের পোশাক তৈরির কারখানায় এসি মেরামত করতে যান সোহেল মিয়া। ওই প্রতিষ্ঠানের টেকনিশিয়ান সাগর তাঁকে সহযোগিতা করছিলেন।

এসি মেরামতের সময় হঠাৎ কম্প্রেসর মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

জানতে চাইলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, লাশ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিস্ফোরিত পাঁচ টনের এসিটি ক্যারিয়ার কোম্পানির। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।