জামালপুরে বিছানার ওপর থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

লাশ
প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিছানার ওপর থেকে আকলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা উপজেলার নয়া গ্রামের কৃষক মোহাম্মদ হেলাল মিয়ার স্ত্রী। এ দম্পতির ছয় বছর বয়সী একটি ছেলে আছে। ঘটনার পর থেকে নিহত নারীর শ্বশুরবাড়ির লোকজন পলাতক। তবে ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আট বছর আগে নয়া গ্রামের আলী হোসেনের মেয়ে আকলিমা বেগমের সঙ্গে একই এলাকার মোহাম্মদ হেলাল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকত। গতকাল বুধবার রাতে ধান বিক্রি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। প্রতিবেশীরাও তাঁদের ঝগড়ার বিষয়টি টের পান। আজ সকালে তাঁর সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছিল। পরে প্রতিবেশীরা ঘরে গিয়ে বিছানার ওপর আকলিমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত গৃহবধূর মা বেহুলা বেগম সাংবাদিকদের বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক নির্যাতন করতেন হেলাল। প্রথম দিকে মানিয়ে চলার চেষ্টা করেছেন তাঁর মেয়ে। বেশ কয়েক দিন ধরে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। পরে মেয়েকে তাঁর বাড়িতে নিয়ে যান। ১১ দিন আগে ভুল স্বীকার করে আকলিমাকে নিজের বাড়িতে নিয়ে যান হেলাল। আজ জানতে পারেন মেয়েকে হেলাল হত্যা করেছেন। তিনি মেয়ে হত্যার বিচার চান।

ঘটনার পর নিহত নারীর শ্বশুরবাড়ির লোকজন পলাতক। তবে তাঁর স্বামী হেলাল মিয়াকে আটক করেছে পুলিশ। পুলিশের হেফাজতে থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ওই গৃহবধূর স্বামীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।