মেহেরপুরে বোমা বিস্ফোরণে এক যুবক আহত

মেহেরপুরে বোমা বিস্ফোরণে আহত সোহান মিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার মেহেরপুর জেনারেল হাসপাতালেছবি: প্রথম আলো

মেহেরপুর সদর উপজেলায় বোমা বিস্ফোরণে সোহান মিয়া (৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

আহত সোহান মিয়া সদর উপজেলার শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। আহত অবস্থায় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছে, নাকি কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ওই ব্যক্তি আহত হয়েছেন, তা তদন্ত করা হচ্ছে।

শোলমারী গ্রামের কৃষক মুকুল হোসেন জানান, আজ সকাল থেকে শোলমারী গ্রামের কাটিয়াখাড়া মাঠে কাজ করছিলেন কৃষকেরা। বেলা ১১টার দিকে হঠাৎ মাঠের পাশে আমবাগানে বিকট শব্দ শুনে সেখানে গিয়ে কৃষকেরা সোহান মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণে সোহানের পেট ও হাতের একাংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আহসান খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বোমা বানাতে গিয়ে, নাকি পড়ে থাকা বোমার বিস্ফোরণে ওই ব্যক্তি আহত হয়েছেন, খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার আসল রহস্য খুঁজে বের করা সম্ভব হবে।