ড্রামে মিলল ২৬ টুকরা লাশ
রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২)। তিন দিন আগে বন্ধু জরেজ মিয়ার সঙ্গে ঢাকা যান তিনি। স্ত্রী লাকী বেগম গত বুধবার থেকে স্বামীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোন ধরেন জরেজ মিয়া। তিনি লাকীকে জানান, আশরাফুল বিভিন্ন কাজে ব্যস্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে লাকী বেগম বদরগঞ্জ থানায় গেলে জানতে পারেন, ঢাকায় নীল রঙের একটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা অবস্থায় আশরাফুলের লাশ উদ্ধার করেছে পুলিশ।