কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ট্রেনের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি অংশ। শনিবার বিকেলে কুমিল্লার বিজয়পুর রেলগেটে
ছবি: প্রথম আলো

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে।

শনিবার বিকেল সোয়া চারটার দিকে উপজেলার বিজয়পুর ইউনিয়নের জেলখানাবাড়ী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়িসংলগ্ন পাকামুড়া গ্রামের আবদুল লতিফের ছেলে অটোরিকশাচালক মো. সোহাগ (৩৫) ও তাঁর ছেলে মো. সোহেল (১২)।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই চালক তাঁর কিশোর ছেলেকে অটোরিকশা চালানো শেখাচ্ছিলেন। অটোরিকশা নিয়ে তাঁরা হঠাৎ রেলক্রসিংয়ে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, আজ বিকেল সোয়া চারটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা জেলখানাবাড়ী রেলক্রসিং এলাকা পার হচ্ছিল। এ সময় মো. সোহাগ অটোরিকশা নিয়ে পশ্চিম দিক থেকে রেলক্রসিংয়ে উঠে যান। এতে অটোরিকশার সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। অটোরিকশায় তাঁর ছেলে সোহেল ছিল।

কুমিল্লার স্টেশনমাস্টার মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেনটি অটোরিকশাটিকে অন্তত আধা কিলোমিটার সামনে টেনে নিয়ে যায়। এতে সোহাগ ও তাঁর ছেলে সোহেল ঘটনাস্থলেই মারা যায়।