সিলেটে ফেসবুকে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তরুণ নিহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ফেসবুকের মেসেঞ্জারে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় তি‌নি উপজেলার আমুড়ার আমনি বাজার থেকে বা‌ড়িতে ফেরার পথে ছুরিকাহত হয়ে‌ছিলেন।

নিহত তরুণের নাম তাজেল আহমদ (২০)। তিনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়ন মিয়ার ছেলে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজেল আহমদের সঙ্গে একই উপজেলার কদমরসুল গ্রামের অপু আহমদ নামের এক তরুণের বিরোধ চলছিল। এ নিয়ে ফেসবুক মেসেঞ্জারে দুজনের কথা-কাটাকাটিও হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাজেল ও একই গ্রামের তান‌ভীর আহমদ আমুড়ার আমনি বাজার থেকে বা‌ড়ি‌র দিকে ফির‌ছিলেন। এ সময় পাঁচ থেকে ছয় যুবক তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে তাজেলকে ছুরিকাঘাত করা হয়। তাজেলকে বাঁচাতে তান‌ভীর এগিয়ে গেলেও তাঁকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টার দিকে তাজেল মারা যান।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আটক করতে পু‌লিশের একা‌ধিক দল মাঠে কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত তরুণের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।