ময়মনসিংহে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে সংহতি সমাবেশ

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় সংহতি সমাবেশ। আজ সোমবার বিকেলে ময়মনসিংহ নগরের তারেক স্মৃতি অডিটরিয়ামে
ছবি: প্রথম আলো

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সংহতি সমাবেশ ও মিছিল হয়েছে। আজ সোমবার ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে সমাবেশ হয়। পরে একটি মিছিল হয়। এ সমাবেশ ও মিছিলে ময়মনসিংহের প্রগতিশীল ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক কর্মী, মানবাধিকারকর্মী, নাগরিক সমাজসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকেরা জানান, পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এটি তৃতীয় বিভাগীয় সমাবেশ। এর আগে গত ৩১ জানুয়ারি রংপুরে দ্বিতীয় বিভাগীয় সমাবেশ সম্পন্ন হয়েছে। সমাবেশের শেষে একটি গণমিছিল হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন বলেন, ‘আজ ময়মনসিংহে বাম প্রগতিশীল নেতৃবৃন্দ, আদিবাসী জনগোষ্ঠী এক দাবিতে একত্র হয়েছে, যা আনন্দের। ১৯৭১ সালের অপূর্ণতা পূর্ণতা পেয়েছিল এই চুক্তির মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় আজও তা বাস্তবায়িত হয়নি।

এ চুক্তি বাস্তবায়ন সহজ ছিল না, কিন্তু তার ফল আসছে না। জিয়াউর রহমান ক্ষমতার এসে পাহাড়ের সমস্যা সমাধান না করে সামরিক শক্তি প্রয়োগ করেন, যার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এরশাদের সামরিক শক্তির বিরুদ্ধে লড়েছিলাম। খালেদ জিয়া জনচাপে উদ্যোগ নিলেও চুক্তি করেননি। শেখ হাসিনার উদ্যোগে চুক্তি হলেও বাস্তবায়িত হয়নি। সংঘাত জিইয়ে রাখার ফলস্বরূপ আজ সেখানে কুকি-চিনের আনাগোনা, সেখানে প্রশিক্ষণ নিচ্ছে দেশীয় মৌলবাদী গোষ্ঠী। যা পাহাড়-সমতল সর্বত্র অশান্তির কারণ।’

এ সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাসদের এর কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, বাসদ নেতা কমরেড খালেকুজ্জামান লিপন, জাতীয় শ্রমিক জোট সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ।