হোটেলে স্ত্রী-ছেলেকে ‘হত্যা’, পরে ছেলের মাথা নিয়ে ফেলেন করতোয়া নদীতে

আশামণি ও তাঁর এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফিছবি: প্রথম আলো

বগুড়া শহরের উপকণ্ঠ বনানীর একটি আবাসিক হোটেল থেকে আজ রোববার এক নারী ও তাঁর ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই নারীর স্বামী সেনাসদস্য আজিজুল হককে (২৩) আটক করে। তিনি স্ত্রী ও ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

গতকাল শনিবার রাত আটটা থেকে সাড়ে আটটার দিকে শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি কক্ষে হত্যার ঘটনা ঘটে।

অভিযুক্ত আজিজুল হক বগুড়ার ধুনট উপজেলার হেউতনগরের হামিদুল ইসলামের ছেলে। তাঁর স্ত্রীর নাম আশামণি (২০) এবং তাঁদের এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। আশামণি বগুড়া শহরের আকাশতারা এলাকার আসাদুল ইসলামের মেয়ে।

আজ বেলা দুইটার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক স্বীকার করেছেন যে পূর্বপরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার শুভেচ্ছা হোটেলে এসে একটি কক্ষ বুকিং দেন। এরপর বগুড়া শহর থেকে গরু জবাই করার চাকু কেনেন। কেনাকাটা করে দেওয়ার কথা বলে গতকাল শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে শহরে বের হন আজিজুল। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হোটেলে ওঠেন। হোটেলের রেজিস্টার খাতায় পরিচয় গোপন করে নাম লেখেন মিরাজ, বাড়ি রংপুর। স্ত্রীরও অন্য নাম লেখেন। রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে প্রথমে স্ত্রীকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর শিশুসন্তানকে গলা কেটে হত্যা করতে গিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। পরে সন্তানের মাথা ব্যাগে ভরে হোটেলকক্ষে তালা দিয়ে প্রায় ছয় কিলোমিটার দূরে বগুড়া শহরের ফতেহ আলী রেলসেতু থেকে করতোয়া নদীতে ফেলেন।

ওসি শহিদুল ইসলাম বলেন, স্ত্রী-সন্তানকে হত্যার পর আজিজুল হক গতকাল রাতে শ্বশুরবাড়িতে ফিরে স্ত্রী-সন্তানকে হারানোর মিথ্যা নাটক সাজান। তিনি শ্বশুরকে সঙ্গে নিয়ে রাতভর শহরে খোঁজাখুঁজি করে থানায় অভিযোগ নিয়ে যান। আজ সকালে স্ত্রী-সন্তানের সন্ধান চেয়ে শহরে মাইকিংয়ের ব্যবস্থা করেন। পরে আজ সকাল ১০টার দিকে ভাড়া পরিশোধ করতে আজিজুল হোটেলে গেলে তাঁর কথাবার্তায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তাঁকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

স্বজনদের আহাজারি
ছবি: প্রথম আলো

আজ বেলা দুইটার দিকে হোটেলের অভ্যার্থনা কক্ষে গিয়ে দেখা যায়, মেয়ের শোকে বিলাপ করছেন আশামণির বাবা আসাদুল ইসলাম (৬০)। তিনি বলেন, ‘বিয়্যার সময় জামাই কচলো, যৌতুক দেওয়া লাগবি না। জামাইয়ের কতাত খুশি হয়্যা হামমি নিজত থ্যাকে শহরত তিন শতক জায়গা কিনে দিবার চাচনু। সেডাই কাল হলো। বিয়ার পর জমির বদল জামাই পাঁচ লাখ টেকা চাচলো। ধারদেনা করে তাক এক লাখ টেকা দিচি। বাকি চার লাখ টেকার জন্যি হামার মেয়ে আর নাতিটাক এভাবে গরুর মতো জবাই দিল?’

আশামণির মা গোলাপি বেগম বলেন, সন্তানের জন্মের পর থেকে ধুনটে শ্বশুরবাড়িতে থাকত তাঁর মেয়ে। শুক্রবার মেয়ে ও নাতিকে নিয়ে জামাতা বেড়াতে আসেন। গতকাল বিকেলে কেনাকাটা করে দেওয়ার কথা বলে মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন জামাতা। রাত নয়টার দিকে কল করে জানান যে মেয়ে ও নাতিকে খুঁজে পাচ্ছেন না তিনি। রাতভর শ্বশুরকে নিয়ে খোঁজাখুঁজি করেন তিনি। স্ত্রী-সন্তানকে নিজে হত্যা করে এভাবে যে নাটক করেছেন আজিজুল, সেটা ঘুণাক্ষরেও তাঁরা বুঝতে পারেননি।

স্বজনদের আহাজারি
ছবি: প্রথম আলো

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত সেনাসদস্য আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি বগুড়ায় আসেন। বগুড়া ১১ পদাতিক ডিভিশনের মিলিটারি পুলিশের পক্ষ থেকে আজিজুলের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটক আজিজুল হককে নিয়ে শিশুটির মাথা উদ্ধারে করতোয়া নদীতে তল্লাশি চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, নেপথ্যে যা–ই থাকুক, এটি স্ত্রী-সন্তানকে পরিকল্পিত হত্যাকাণ্ড।