থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালক নিহত

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালক নিহতের খবরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। আজ শুক্রবার সকালে মোংলার পাওয়ার হাউস এলাকায়
ছবি: প্রথম আলো

বাগেরহাটের মোংলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ছয়টায় মোংলার পাওয়ার হাউস এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের আরও দুই আরোহী আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মো. হারেজ মিয়া (৪৩)। তিনি যশোর সদরের ভেকুটিয়া এলাকার মৃত খন্দকার আমিন হোসেনের ছেলে। হারেজ দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটির চালক ছিলেন। পথচারীরা আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য মোংলা বন্দর হাসপাতালে পাঠিয়েছেন।

নিহত অ্যাম্বুলেন্সচালক মো. হারেজ মিয়া
ছবি: সংগৃহীত

মোংলা থানার উপপরিদর্শক (এসআই) হাদীউজ্জামান বলেন, মৃত এক শিশুকে নিয়ে খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। এতে আরও চারজন আরোহী ছিলেন। আজ সকাল ছয়টার দিকে মোংলার পাওয়ার হাউস এলাকায় আসার পর থেমে থাকা একটি গ্যাসের সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে এসে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সচালক নিহত হন।

এসআই হাদীউজ্জামান বলেন, অ্যাম্বুলেন্সে থাকা আহত ব্যক্তিদের মোংলা বন্দর হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।