স্কুলছাত্রীর শ্লীলতাহানির সময় তরুণকে আটকে ইউএনওকে কল, কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে এক তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম মো. শাহরুখ খান ওরফে রনি (২১)।

আজ রোববার দুপুরে কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন। মো. শাহরুখ খান উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের মো. মোস্তফার ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, ধর্ষণচেষ্টার দায়ে কারাদণ্ড দেওয়া ওই তরুণকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ দুপুরে উপজেলার কপালেশ্বর গ্রামে কপালেশ্বর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী টিফিন আনতে পার্শ্ববর্তী বাজারে যায়। মো. শাহরুখ খান তাদের জোর করে পাশের নির্জন গলিতে নিয়ে যান। এ সময় এক ছাত্রী তাঁর হাত কৌশলে ছুটে গিয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।

বাজারের লোকজন গিয়ে দেখেন, ওই তরুণ অপর ছাত্রীকে জোর করে যৌন হয়রানি করছেন। এ সময় তাঁরা শাহরুখ খানকে আটকে থানা–পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।

পরে সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইন ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভিকটিম, অভিযুক্ত ও সাক্ষীদের জবানবন্দি নেন। এরপর শ্লীলতাহানির দায়ে শাহরুখ খানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন তিনি।