কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা

ছাত্রদল
ছবি: সংগৃহীত

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আওতাধীন মেয়াদোত্তীর্ণ সাতটি উপজেলা, চারটি পৌরসভা ও সাংগঠনিক সব কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির ও সদস্যসচিব মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত, এসএসসি পাসের সনদ, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি, দুই কপি পাসপোর্ট আকারের ছবি উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা উত্তর জেলার চান্দিনা, দেবীদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, হোমনা, মেঘনা ও তিতাস উপজেলা এবং চান্দিনা, দাউদকান্দি, হোমনা ও দেবীদ্বার পৌরসভাসহ বিভিন্ন কলেজ কমিটি মেয়াদোত্তীর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্ব তৈরির জন্য ছাত্রদল এ উদ্যোগ নিয়েছে।

উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির প্রথম আলোকে বলেন, উপজেলা, পৌরসভা ও কলেজ কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ। তাঁরা অবিবাহিত, শিক্ষিত, ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির শিক্ষার্থীদের দিয়ে ছাত্রদলের কমিটি করতে চান। এ জন্য কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।