দাউদকান্দিতে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করল পুলিশ

লাশ
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার রাতে ঘরের দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।

এই দম্পতি হলেন স্বামী আমিনুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী মালেকা আক্তার (৪৫)। তাঁদের মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে আজ শনিবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মালেকা আক্তারের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার সাদবাপুর গ্রামে। তিনি তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। আমিনুল ইসলামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার মুইসারী গ্রামে। তিনি একসময় তিতাস উপজেলার গাজীপুর এলাকার বিভিন্ন মসজিদে ইমামতি করতেন। সম্প্রতি তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কড়িকান্দিতে ফার্মেসি দিয়ে ওষুধের ব্যবসা শুরু করেন। মাস ছয়েক আগে তাঁরা বিয়ে করেন। এটি তাঁদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

স্থানীয় লোকজন বলেন, ৪ এপ্রিল রাতের পর থেকে আমিনুল–মালেকা দম্পতির ঘরের দরজা খোলা হয়নি। এতে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।