চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার

বরিশাল জেলার মানচিত্র

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শেখ সহিদুল ইসলামকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়।

গতকাল শনিবার রাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। ১৭ জুলাই অনুষ্ঠিতব্য এই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইমরান হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শেখ সহিদুল ইসলাম। এটা দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কার্যকলাপ। এ জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক সাহাব আহমেদ তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করেছেন। এই সুপারিশের আলোকে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস শেখ সহিদুল ইসলামকে আহ্বায়ক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেন।

মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন ছাড়া বরিশাল বিভাগে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর, ঝালকাঠি সদরের পোনাবালিয়া এবং পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। এ ছাড়া একই দিনে পটুয়াখালী সদরের বদরপুর ও পিরোজপুরের নেছারবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।