শিবপুরে সড়কের পাশে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলায় বাড়িসংলগ্ন সড়কের পাশে গর্তের পানিতে ডুবে মারা যাওয়া শিশু আলিফ ও মায়ামনি
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় বাড়িসংলগ্ন সড়কের পাশে গর্তের পানিতে ডুবে আলিফ ও মায়ামনি নামের প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আলিফ নামের শিশুটির বয়স ২ বছর ১০ মাস এবং মায়ামনি নামের শিশুটির বয়স ২ বছর ৫ মাস। দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর এলাকার কাঁঠালতলা গ্রামে এ ঘটনা ঘটে। আলিফ শিবপুরের পুটিয়ার মুনসেফেরচর এলাকার কাঁঠালতলা গ্রামের শাকিল মিয়া এবং মায়ামনি সোহেল মিয়ার সন্তান।

দুই পরিবারের সদস্য, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই গ্রামে শিশু দুটির বাড়িসংলগ্ন সড়কের পাশে মাটি কাটার ফলে গর্ত তৈরি হয়েছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই গর্ত পানিতে ভরাট হয়ে যায়। এর ফলে এখানে যে গর্ত রয়েছে, তা বোঝা যাচ্ছিল না। আজ বেলা ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আলিফ ও মায়ামনি হাঁটতে হাঁটতে ওই গর্তের কাছে যায়।

এদিকে বাড়ি বা আশপাশের কোথাও শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ওই গর্তের মধ্যে তাদের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে তাদের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে শিবপুর থানার উপপরিদর্শক অনুপ নাগ বাড়িতে গিয়ে দুই শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

শিবপুর থানার উপপরিদর্শক অনুপ নাগ বলেন, গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চাইছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।