করিমগঞ্জে পানিতে ডুবে দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জে পানিতে ডুবে দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো আশতকা মানিকপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ও দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সাইফা আক্তার (১০) এবং ইখলাছ মিয়ার মেয়ে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মায়মুনা আক্তার (৯)। তাদের বাড়ি পাশাপাশি এবং সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে নরসুন্দা নদী পাড়ে খেলছিল দুই শিশু। একসময় তারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বেলা প্রায় তিনটার দিকে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।