‘উন্নয়নের গতি বিএনপি সহ্য করতে পারছে না, তাই ষড়যন্ত্র করছে’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, দেশ আজ উন্নয়নের মহাসড়ক ধরে যে গতিতে এগিয়ে যাচ্ছে, তা দেখে বিএনপি আর সহ্য করতে পারছে না। এ কারণে তারা আজ দেশি–বিদেশিদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আজ শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এস এম কামাল হোসেন। মতবিনিময় সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিকে সতর্ক করে আওয়ামী লীগের নেতা এস এম কামাল হোসেন বলেন, আন্দোলন–সংগ্রামের নামে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হলে আওয়ামী লীগ তার পাল্টা জবাব দেবে।
প্রতিটি রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে শান্তিপূর্ণভাবে মিছিল, আন্দোলন, সংগ্রাম করুক—আওয়ামী লীগ এমনটা চায় বলে দাবি করেন এস এম কামাল হোসেন। তিনি বলেন, ‘কিন্তু আন্দোলনের নামে যদি কেউ ২০১৩ সালের মতো যুদ্ধাপরাধীদের রক্ষার নামে ৪০১ জনকে হত্যা করে, এটা যদি আবার করে তাহলে বিএনপিকে রাস্তায় নামতে দেওয়া হবে না। যারা ২০১৪ সালে নির্বাচন প্রতিরোধের নামে ১৩১ জন লোককে হত্যা করেছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করেছিল, তারা যদি এবার ওই স্বপ্ন দেখে, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’
ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের কর্মসূচি পালনের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা মনে করি এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। এই দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, এই সুযোগ দেওয়া হবে না। এই কারণে আমাদের কর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা রাস্তায় প্রতিনিয়ত গ্রামপর্যায়ে মিটিং-মিছিল, সমাবেশ করছি। তবে কাউকে বাধা দেওয়ার জন্য না। যদি কেউ আন্দোলনের নামে কারও গায়ে হাত দেয়, ওই হাতটা ওই এলাকার জনগণই ভেঙে দেবে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কামাল হোসেন আরও বলেন, ‘বিএনপি জানে জনগণের ভোটে তারা ক্ষমতায় যাবে না। শান্তিপূর্ণ সমাবেশ করলে বাধা হবে না। বিএনপি চাইছে রক্ত। তাদের কর্মীদের সেইভাবে উত্তেজিত করছে। আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। মিথ্যা কথার ফুলঝুড়ি দিয়ে নয়। শেখ হাসিনার কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ।’