বাগেরহাটে সড়কে পড়ে ছিল তরুণের লাশ, পুলিশের ধারণা হত্যা

লাশ
প্রতীকী ছবি

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় সড়কে পড়ে ছিল এক তরুণের লাশ। আজ রোববার সকালে নাগেরবাজার সর্বজনীন মন্দির সড়ক থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।

নিহত তরুণের নাম বাশার খলিফা (২২)। তিনি শহরের নাগেরবাজার রেলওয়ে বস্তির মৃত আবদুল আজিজ খলিফার ছেলে। বাশার পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন।

নিহত বাশারের বড় ভাই মাহবুব খলিফা বলেন, গতকাল শনিবার রাত নয়টার দিকে বাশার বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ ভোর পাঁচটার দিকে নাগেরবাজার মন্দির সড়কে তাঁর ভাইয়ের লাশ পাওয়া যায়। তাঁর জানামতে, বাশারের কোনো শত্রু ছিল না। কারা তাঁকে হত্যা করল, কেন করল, বুঝতে পাচ্ছেন না।

স্বজনদের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইদুর রহমান বলেন, আজ ভোরে শহরের নাগেরবাজার সর্বজনীন মন্দির সড়কে মিঠুন পালের বাড়ির সামনে বাশার খলিফার লাশ পড়ে ছিল। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত বাশারের মাথার পেছনে ও সামনে আঘাতের চিহ্ন আছে। দুর্বৃত্তরা তাঁর মাথায় আঘাত করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ করছে।