আনন্দ-উচ্ছ্বাসে মাদারীপুরে চলছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

দিনের আলো ফোটার পরপরই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ভিড় করতে শুরু করে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে
ছবি: আলীমুজ্জামান

মাদারীপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়েছে। উৎসবে অংশ নিতে ৩৫০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নিবন্ধন করেছে।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। আয়োজনটিতে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

দিনের আলো ফোটার পরপরই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ভিড় করতে শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে ঢোকার পরই নিবন্ধন নম্বর অনুযায়ী নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সনদ, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

মাদারীপুরের ডাসার উপজেলা নবগ্রাম উচ্চবিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল অর্পিতা হাওলাদার। সে বন্ধুদের সঙ্গে এসেছে এ উৎসবে। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত অর্পিতা বলে, ‘সকাল থেকে খুব ভালো লেগেছে। অটোরিকশায় চড়ে বন্ধুদের সঙ্গে হইচই করতে করতে এখানে আসছি। প্রথম আলোর সংবর্ধনা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

রাজৈর উপজেলার টেকেরহাট পপুলার হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাহিম শিকদার বলে, এ উৎসবে নতুন অনেকের সঙ্গে দেখা হলো, পরিচয় হলো। অনেক ভালো লাগছে। লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।

আজ সকাল সাড়ে আটটার দিকে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়েছে
ছবি: আলীমুজ্জামান

শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে মঞ্চে উপস্থিত আছেন সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ অধ্যক্ষ জাকিয়া সুলতানা, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল, ইউনাইটেড ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহাদেব বর্মণ, আলহাজ আমিনউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলাম হোসেন, ডনোভান সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল দাস, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন, প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী প্রমুখ।

আয়োজনের ফাঁকে ফাঁকে চলছে কৃতী শিক্ষার্থী ও মাদারীপুর বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে গান, নাচ ও কবিতা আবৃত্তি। দিনব্যাপী এ সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সনদ, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং ‘শিখো’র সৌজন্যে বিনা মূল্যে কোর্সসহ অন্যান্য উপহার।