‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে ফরিদপুরে একজন আটক
ফরিদপুরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামে লিফলেট বিতরণকালে একজনকে আটক করেছে সদরপুর থানা–পুলিশ। আজ রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলা বাজার এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তির নাম প্রিন্স চৌধুরী (৪২)। তিনি উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ চরবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, প্রিন্স চৌধুরীর আওয়ামী লীগের দলীয় কোনো পদ নেই। তবে তিনি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী বলে জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিন্স চৌধুরী বিকেলে লিফলেট বিতরণ করছিলেন। শেখ হাসিনাতেই আস্থা শিরোনামে শেখ হাসিনার ছবিসংবলিত লিফলেট বিতরণ করতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর কাছ থেকে সাতটি লিফলেট জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব বলেন, আটক প্রিন্স বর্তমানে সদরপুর থানা হেফাজতে আছেন। লিফলেটগুলো জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।