দলবদ্ধ ধর্ষণের মামলায় ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা গ্রেপ্তার
মাগুরার মহম্মদপুরে এক নারীকে (৩০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে ঘটা এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী চারজনকে আসামি করে মামলা করেন। বুধবার অভিযুক্ত মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের সিজান মাহমুদ (২০) ও নাফিজ আহম্মেদকে (২২) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা। জেলা আহ্বায়ক সেলিম অবশ্য কমিটির বৈধতা নেই দাবি করেছেন।