যশোরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীসহ নিহত ৩

যশোর-চৌগাছা সড়কের চূড়ামনকাঠি এলাকায় ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন প্রাণ হারিয়েছেন। আজ রোববার বিকালে চূড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিরা ভ্যানের যাত্রী ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলাম (২২), যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামের আমজাদের স্ত্রী জোহরা বেগম (৫৫) ও একই এলাকার বাসিন্দা ও ভ্যানচালক মাসুম হোসেন (২৮)।

এই দুর্ঘটনায় আহত দুজন হলেন যবিপ্রবির মাস্টার্সের শিক্ষার্থী মোতাসিন বিল্লাহ ও সদরের কমলাপুর গ্রামের আমজেদ আলী (৬৫)। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, চূড়ামনকাঠি বাজার থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারজানা ইসলামসহ কয়েকজন ব্যাটারিচালিত ভ্যানে চৌগাছার দিকে যাচ্ছিলেন। চূড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইটভাটার সামনে পৌঁছালে চৌগাছা থেকে ছেড়ে আসা বিএডিসির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে নিহত ও আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন যবিপ্রবির উপাচার্য মো. আনোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, এই সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। চালকদের বেপরোয়া চলাচল ও গতির কারণই দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা প্রতিরোধে তিনি প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।