চট্টগ্রামের কেরানীহাটে মহাসড়কের ওপর থাকা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীরহাটে আজ সকাল থেকে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক দোকান, দোকানের সামনের অংশ ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এই স্থাপনাগুলোর বেশির ভাগই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অবস্থিত।

আজ বুধবার সকাল ১০টার পর থেকে ভ্রাম্যমাণ আদালতের এই উচ্ছেদ অভিযান চালান সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

আরাফাত সিদ্দিকী প্রথম আলোকে বলেন, মহাসড়কটি যানজটমুক্ত রাখতে, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ও পবিত্র রমজান মাসে মানুষের কেনাকাটার সুবিধার্থে কেরানীহাটসহ আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। সড়কের দুই পাশে তিন কিলোমিটার এলাকাজুড়ে দুই শতাধিক দোকান, দোকানের সামনের অংশ ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া সড়কের ওপর পার্কিং করে রাখা গাড়িগুলো সরিয়ে দিয়ে গাড়ির মালিক ও চালকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সরকারের এই কর্মকর্তা।

উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মনজুর আলম, দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ, সাতকানিয়া থানা-পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের দোহাজারী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে প্রায়ই কেরানীহাটসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও দোকানের সামনের অংশ উচ্ছেদ করা হয়। কয়েক দিন যাওয়ার পর অবৈধ দখলদারেরা আবার পুরোদমে দখল কাজ শুরু করেন। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।