বুদ্ধপূর্ণিমার ছুটিতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি উপেক্ষা করে প্রথম বর্ষের স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম চালিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ, আইন অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদ ও কলা অনুষদ ঘুরে দেখা গেছে, প্রথম বর্ষে ভর্তির হওয়ার জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন। লাইনে দাঁড়িয়ে থেকে তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ফরম পূরণ করছেন। তাঁদের সঙ্গে অভিভাবকেরাও এসেছিলেন। যদিও বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকায় আজকের দিনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে উল্লেখ করা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অন্য বর্ষের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল।

জানতে চাইলে ভর্তি হতে আসা একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, আজ ভর্তির শেষ দিন। তাই তাঁরা সরকারি ছুটি হওয়া সত্ত্বেও ভর্তি হতে এসেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল চলতি বছরের ১ মার্চ। শেষ হয়েছিল ২৪ মার্চ। ফলাফল যাচাই শেষে গত ২১ এপ্রিল বিষয় পছন্দক্রম শুরু হয়। পরে ৬ মে প্রথম পর্যায়ে ভর্তি শুরু হয়েছে। আজ প্রথম পর্যায়ের এই ভর্তি শেষ হবে।

বুদ্ধপূর্ণিমার দিন ভর্তির কার্যক্রম রাখার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভর্তি কার্যক্রম কয়েক দিন ধরেই হচ্ছে। সাধারণত এত সময় দেওয়া হয় না। এক থেকে দুই দিনের মধ্যে শেষ করা হয়। শিক্ষার্থীদের ওপর যেন চাপ না পড়ে এ জন্য তাঁরা বেশি সময় রেখেছেন। আর যেহেতু সমাবর্তনের কাজের জন্য অফিস খোলা রয়েছে, তাই তাঁরা শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তির কার্যক্রম চালু রেখেছেন।

বুদ্ধপূর্ণিমার দিন ভর্তি কার্যক্রম চালানো অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমা। তিনি বলেন, বৌদ্ধধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধপূর্ণিমা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি বৌদ্ধধর্মাবলম্বী শিক্ষার্থীরা পড়েন। সরকারি ছুটির এদিনে ভর্তির কার্যক্রম চালু রেখে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের পরিচয় দিয়েছে প্রশাসন। এর আগেও চৈত্রসংক্রান্তিসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসবে পাঁচ দিন ছুটি চেয়েছিলেন তাঁরা। তবে প্রশাসন ওই উৎসবেও ক্লাস পরীক্ষা চলমান রেখেছিল।