সাতক্ষীরায় বাস উল্টে প্রাণ গেল ১ যাত্রীর, আহত ৭

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাজ্জাদ আলী সরদার (৫০)। তিনি তালা উপজেলার পাটকেলঘাটার আমানউল্লাহপুর গ্রামের মো. সেরমত আলী সরদারের ছেলে। এদিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তালার ধলবাড়িয়া গ্রামের জাহিদুল সরদার (৪৫) ও খাদিজা বেগমকে (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি পাইকগাছায় যাচ্ছিল। পথে তালা উপজেলার সাহাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং সাতজন আহত হন।

তালা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।