ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
ঢাকার ধামরাই উপজেলায় একটি বাসার গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হোসনে আরা (৩০) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের সবার মৃত্যু হলো। হোসনে আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ৭ জানুয়ারি ভোরে ধামরাইয়ের কুমড়াইল কবরস্থানসংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১৮ মাস বয়সী শিশু মরিয়ম। এ ছাড়া ১০ জানুয়ারি শিশুটির মা জোসনা আক্তার (২৫) ও খালাতো বোন সাদিয়ার (১৮) মৃত্যু হয়। পরদিন মারা যান শিশুটির বাবা মনজুরুল ইসলাম (৩২)। এর পর থেকে শিশুটির খালা হোসনে আরা (৩০) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল নয়টার দিকে তিনিও মারা যান।
হোসনে আরার ভাই মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে চিকিৎসকেরা তাঁদের জানান, হোসনে আরা মারা গেছেন। পুলিশের কাছ থেকে অনুমতির পর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার টানকৃষ্ণনগরে লাশ নিয়ে যাওয়া হবে।