সৈয়দপুরে অর্থদণ্ড পরিশোধে অস্বীকৃতি, চেয়ারম্যান প্রার্থী জেলহাজতে
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণা চালানোর দায়ে করা অর্থদণ্ড পরিশোধে অস্বীকৃতি জানানোয় এক চেয়ারম্যান প্রার্থীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় জীবন্ত প্রাণী ব্যবহার করায় গতকাল শুক্রবার তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ওই চেয়ারম্যান প্রার্থীর নাম ফয়সাল দিদার (দিপু)। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করে বেশ কয়েক দিন ধরে জীবন্ত ঘোড়া দিয়ে গাড়ি চালিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন ফয়সাল দিদার—এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে যান। এ সময় বিষয়টি প্রমাণিত হওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম জানান, ওই প্রার্থী (ফয়সাল দিদার) জরিমানার অর্থ দিতে অস্বীকৃতি জানান। এ কারণে তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলাটিতে ২১ মে নির্বাচন হবে। এর মধ্যে প্রার্থী, কর্মী ও সমর্থক যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড আক্রোশমূলক বলে দাবি প্রার্থী ফয়সাল দিদারের। জরিমানা বিধি মোতাবেক হয়নি বলে দাবি তাঁর।