কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার একটি রড তৈরির কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ওই এলাকার জিপিএইচ ইস্পাত নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন মো. মোস্তফা (২৫) ও মো. রিফাত (২৫)। মোস্তফার বাড়ি কারখানা এলাকায় এবং রিফাতের বাড়ি পাশের মিরসরাই উপজেলায়। তাঁরা দুজন ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কারখানাটিতে কাজ করতেন।
কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে লিফট ছিঁড়ে নিচে পড়ে দুজন আহত হন। কারখানার অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করেন। পরে আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মোস্তফার মৃত্যু হয়। আর বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতও মারা যান।
দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিপিএইচ ইস্পাত এর উপদেষ্টা ওসমান গনি চৌধুরী এক বিবৃতিতে জানান, মালামাল উত্তোলনের কাজে ব্যবহারের লিফটে নিয়ম ভঙ্গ করে দুজন কর্মী মালামালের সঙ্গে ওঠে পড়েন। এতে অতিরিক্ত ভারের কারণে লিফট ছিঁড়ে যায় এবং দুজন কর্মীই আহত হন। জিপিএইচের অ্যাম্বুলেন্সের সাহায্যে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় জিপিএইচ-এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ওসমান গনি চৌধুরী বলেন, ‘আমরা দুই কর্মীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সর্বোচ্চ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করছি।’