ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা

মামলাপ্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠনের ৫৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ৪ আগস্ট বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে বিরাসার মোড় থেকে জেলা শহরের উদ্দেশে রওনা হন ছাত্র-জনতা। বিরাসার চৌরাস্তায় পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ–সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় ধারালো অস্ত্র, ইটপাটকেল, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়। ওই সময় আন্দোলনকারীদের ওপর ককটেল, পটকা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে তাঁরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে বেশ কয়েকজন আহত হন। পরে ছাত্রলীগ, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে সম্পদের ক্ষতি করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর প্রথম আলোকে বলেন, পুলিশের কাজে বাধা ও সম্পদের ক্ষতি করায় বিস্ফোরক আইনে এক এসআই মামলা করেছেন।