বাগেরহাটে খেলা চলাকালে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলা চলাকালে ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার গুলিশাখালী সোমাদ্দারবাজারে ওই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলছেন, প্রতিবন্ধী রুবেল সমাদ্দার (২৯) ওই কিশোরকে ছুরি মেরে পালিয়ে যান।
নিহত টুটুল হাওলাদার পশ্চিম গুলিশাখালী গ্রামের দিনমজুর আবদুল বারেক হাওলাদারের ছেলে।
স্থানীয় লোকজনের বরাতে পুলিশ বলছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলা চলাকালে টুটুল খেলা দেখার জন্য বাজারে যায়। এ সময় স্থানীয় রুবেল তাকে ছুরিকাঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় টুটুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, খেলা চলাকালে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলা কেন্দ্র করে নয়, পূর্বশত্রুতার কারণে এই হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বাবুলকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।