খোকসায় ২৪ ঘণ্টার ব্যবধানে একই চরে ভেসে উঠল আরও একটি লাশ

লাশ
প্রতীকী ছবি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে গড়াই নদের চরে আরও একটি অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। ১০০ গজের মধ্যে পরপর দুটি লাশ ভেসে ওঠায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে দুটি লাশের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুর মৌজায় গড়াই নদের চর এলাকায় নতুন পানির তোড়ে দ্বিতীয় লাশটি বালুমাটির নিচে থেকে বেরিয়ে ভাসতে থাকে। লাশটি দেখে নৌকার মাঝিরা পুলিশকে খবর দেন। এর আগে মঙ্গলবার যেখানে প্রথম লাশটি ভেসে ওঠে, তার থেকে ১০০ গজ ভাটিতে বুধবার বিকেলে দ্বিতীয় লাশটিও ভেসে উঠেছে। নদে ভেসে ওঠা লাশটির পরনে কালো ট্রাউজার রয়েছে। মুখে দাড়ি আছে। তাঁকেও জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাত দুটি পেছনের দিকে বাঁধা ছিল।

স্থানীয় লোকজন বলছেন, দুই ব্যক্তিকে একই সময়ে হত্যা করা হতে পারে। একই চক্র এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। পরপর দুটি লাশ উদ্ধারের পর মোড়াগাছা, হেলালপুর ও হেলিপ্যাডের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী প্রায় ৩০০ পরিবারসহ নদের দুই পারের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা নাজমা খাতুন জানান, তাঁর বাড়ি থেকে ২০০ গজের মধ্যে পরপর দুটি লাশ উদ্ধারের পর তাঁরা খুব দুশ্চিন্তায় আছেন।

এএসআই বিপুল কুমার ঘোষ বলেন, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ দেখেছেন। পাবনার ঈশ্বরদীতে নৌ পুলিশকে জানানো হয়েছে। তারা লাশ উদ্ধার করবে। আগের দিন মঙ্গলবার যে স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়, ঠিক তার ১০০ গজ ভাটিতে দ্বিতীয় লাশটি পাওয়া গেল। মঙ্গলবার উদ্ধার হওয়া লাশের পরিচয় মেলেনি।