ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি
ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারীর সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্নজনের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার পর থেকে মুঠোফোন নম্বরটি ক্লোন করা হয়।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ কয়েক ব্যক্তির কাছ থেকে ক্লোন করা নম্বরের মাধ্যমে চাঁদা দাবির বিষয়টি ইউএনও প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এরপর আনোয়ার হোসাইন নিজেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন। প্রতারকের কথায় কাউকে টাকা না দেওয়ার অনুরোধ করেন তিনি।
এর আগেও গত ৭ জুন মোহাম্মদ আনোয়ার হোসেন ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পরদিন তাঁর সরকারি মুঠোফোন নম্বরটি ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন লোকজনের কাছে টাকা দাবি করে। তখনো সবাইকে সতর্ক থাকতে বিজ্ঞপ্তি দিয়েছিলেন ইউএনও।