পুলিশ দেখে বক ফেলে পালালেন এক ব্যক্তি

বক উদ্ধার করে আকাশে উড়িয়ে দিচ্ছেন জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রব। রোববার বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার–সংলগ্ন তারুহাটি এলাকায়
ছবি ভিডিও থেকে নেওয়া

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য কয়েকটি বক আকাশে উড়িয়ে দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, ওই পুলিশ সদস্যের নাম মো. আবদুর রব। তিনি সিলেটের জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত)।

ঘটনাটির বিষয়ে আজ বুধবার দুপুরে পুলিশ কর্মকর্তা মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, ঘটনাটি গত রোববার বিকেলের। তিনিসহ তাঁর থানার দুই এসআই মীর্জা সাফায়াত ও সাহিদ মিয়া সিলেটের একটি আদালতে মামলার সাক্ষ্য দিয়ে প্রাইভেট কারে করে থানায় ফিরছিলেন। জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার–সংলগ্ন তারুহাটি এলাকায় এক ব্যক্তি হাতের সঙ্গে কয়েকটি বক বেঁধে দাঁড়িয়ে ছিলেন। এমন দৃশ্য দেখে তাঁরা গাড়ি থামান। পরে পুলিশ দেখেই ওই ব্যক্তি বকগুলো ফেলে দৌড়ে পালান। এ সময় তাঁরা বকগুলো উদ্ধার করে অবমুক্ত করে দেন।

আবদুর রব আরও বলেন, মোট আটটি সাদা রঙের বকের পা বাঁধা ছিল। পাখি শিকারিরা বকগুলো শিকার করে বিক্রির জন্য কোথাও নিয়ে যাচ্ছিলেন। বকগুলো উদ্ধার করে ছেড়ে দেওয়ার সময় কেউ ভিডিও ধারণ করেছিলেন। আর সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জৈন্তাপুর কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তা আবদুর রব পাখিপ্রেমী হিসেবে পরিচিত। তাঁর এমন কাজে তাঁরা গর্বিত এবং তাঁকে উৎসাহিত করা হয়েছে।

পরিবেশবাদী সংগঠন ভূমি সন্তান বাংলাদেশ-এর সমন্বয়ক আশরাফুল কবীর প্রথম আলোকে বলেন, সবার মনে প্রাণী ও প্রকৃতির প্রতি মায়া থাকা উচিত। প্রাণ ও প্রকৃতি রক্ষা করা সবার দায়িত্ব। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে তিনি সাধুবাদ জানিয়েছেন।