চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কোবাদ আলী (৫৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম এই রায় দেন।

দণ্ড পাওয়া কোবাদ আলী ভোলাহাট উপজেলার মধ্যখরমপুর গ্রামের সুলতান আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি রবিউল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৮ জুলাই কোবাদ আলী তাঁর দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমকে হুসুয়ার কোপ দেন। আয়েশাকেপ্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে আয়েশার ছোট ভাই মজলিশ ইসলাম বাদী হয়ে ওই রাতেই কোবাদ আলীকে আসামি করে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। একমাত্র আসামি কোবাদ আলী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।