আওয়ামী লীগ শাহি চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম
ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বিএনপিকে ছ্যাঁচড়া চাঁদাবাজ আর আওয়ামী লীগকে শাহি চাঁদাবাজ বলে উল্লেখ করেছেন।
রোববার কিশোরগঞ্জে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘অনেকেই বলে আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, পার্থক্যটা কী? আমি বললাম, একটা হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ আরেকটা শাহি চাঁদাবাজ।’
কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বিকেলে ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, ‘আওয়ামী লীগের লুটপাট কী দেখবেন, হাজার হাজার শত শত শত শত। এ ছাড়া লুটপাট বোঝে না। ছাত্রলীগ এত শত, এত কোটি। পিয়ন এত শত, এত হাজার কোটি। এরা হলো শাহি চোর, শাহি চাঁদাবাজ। আরেক দল আছে ছ্যাঁচড়া চাঁদাবাজ। এরা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, চামারের কাছে যায়, রিকশাওয়ালার কাছে যায়, ঠেলাওয়ালার কাছে যায়, টেম্পুস্ট্যান্ডে যায়।’
সমাবেশে ফয়জুল করীম বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই। এ দেশটাকে বাঁচাতে চাই। যদি আমরা বিভক্ত হয়ে যাই, আমরা নষ্ট হয়ে যাই, এই জাতি নষ্ট হয়ে যাবে, এই জাতি ধ্বংস হয়ে যাবে। এই দেশ লুপ্ত হয়ে যাবে।’ তিনি বলেন, ‘ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়, মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন ভাগিয়ে নেবে।’
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘জীবনে অনেকবার লাঙ্গল, নৌকা ও ধানের শীষকে পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না।’ এ সময় তিনি কিশোরগঞ্জ-১ আসনের হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুর রহমানকে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার প্রমুখ।