নীলফামারীতে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
নীলফামারীর জলঢাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার সকাল সাতটার দিকে জলঢাকা-ডালিয়া সড়কের জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের মন্থেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, আজ সকাল সাতটার দিকে ঘন কুয়াশার মধ্যে যাত্রী নিয়ে একটি ইজিবাইক উপজেলার গোলমুন্ডা এলাকা থেকে জলঢাকা অভিমুখে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে ডালিয়াগামী একটি ট্রাক ইজিবাইকটিকে মুখোমুখি ধাক্কা দিলে আবদুস ছালাম (৬৫) নামের ইজিবাইকের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহত আবদুস ছালাম গোলমুন্ডা ইউনিয়নের চৈতনের ঘাট গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
আহত ব্যক্তিদের দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশঙ্কাজনক অবস্থায় ইজিবাইকের চালক রনি ইসলাম (৩৫) ও যাত্রী আবদুল গফফারকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রনি ইসলামকে মৃত ঘোষণা করেন। রনি জলঢাকা পৌরসভার কাজীর হাট গ্রামের হালিমুর রহমানের ছেলে।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইরফান আলী বলেন, ‘আমরা সালামকে মৃত অবস্থায় পেয়েছি। দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও তিনজন।’
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকচালক কারিমুল ইসলামকে (২২) আটক করা হয়েছে। আবদুস ছালামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রনি ইসলামের লাশ এখনো রংপুরে আছে। মামলার প্রস্তুতি চলছে।