ছেলের লাশের মাথায় ‘গুলির চিহ্ন’ পেয়ে বাবার হত্যা মামলা, একজন গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়কের পাশ থেকে মারুফ হোসেন ওরফে সায়মনের (২৩) রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

গতকাল শনিবার রাতে হাটহাজারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন মারুফের বাবা আবদুল মালেক। তাঁর ছেলের মাথার দুই দিকে ফুটো দেখতে পেয়েছেন উল্লেখ করে মামলায় তিনি অভিযোগ করেন, গুলি করে হত্যা করা হয়েছে মারুফকে।

এদিকে এ ঘটনায় আজ রোববার সকালে শাহ নেওয়াজ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারুফ যে সাউন্ড সিস্টেমের দোকানে কাজ করতেন, তিনি সেটির মালিক। শাহ নেওয়াজকে আজ দুপুরে আদালতে তুলে রিমান্ড চায় পুলিশ। এ সময় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গতকাল সকালে হাটহাজারীর ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশ থেকে মারুফ হোসেনের লাশ উদ্ধার করে নাজিরহাট হাইওয়ে থানা–পুলিশ। তাঁর বাড়ি ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রহিমুর দিঘিরপাড় এলাকায়।

মারুফের মৃত্যু দুর্ঘটনায় হয়েছে দাবি করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে দ্রুত দাফনের নির্দেশ দেয় পুলিশ। কিন্তু দাফনের আগে গোসল করাতে গিয়ে লাশের মাথার দুই দিকে ফুটো দেখতে পান স্বজনেরা।

মামলাটির তদন্তের দায়িত্বে থাকা হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার শাহ নেওয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন। তবে আমরা আরও তদন্তের পর বিস্তারিত তথ্য জানাবে। তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।’