খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত
খুলনায় নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে নগরের বয়রা এলাকায় খুলনা কর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন খুলনার দৌলতপুরের মো. আশরাফুল (২৫), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মো. রাব্বি (২০) ও বোদা উপজেলার মো. মামুন (২০)।
তিনজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, নির্মাণাধীন ১০ তলা ওই ভবনের ওপর থেকে পড়ে যান ৩ শ্রমিক। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
নিহত রাব্বির মামা আবদুল বারেক বলেন, রাব্বির বাড়ি পঞ্চগড়ে। তিনি শুনেছেন সকালে কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ তিনজন নিচে পড়ে নিহত হয়েছেন। ওই তিন শ্রমিক ভবনটিতে রডমিস্ত্রির কাজ করছিলেন।