চরফ্যাশনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় হামলার জন্য সংসদ সদস্যকে দায়ী করলেন সাবেক সচিব

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সাবেক সচিব মেসবাহ উদ্দিন। বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে
ছবি: প্রথম আলো

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানবাজারে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের লোকজনকে দায়ী করেছেন সাবেক সচিব মেসবাহ উদ্দিন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি। মেসবাহ উদ্দিন বর্তমানে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) আছেন।

সংবাদ সম্মেলনে সাবেক এই সচিব বলেন, তিনি পরিবারের সঙ্গে ঈদ করার জন্য চরফ্যাশন এসেছিলেন। স্বজন ও নিকটজনের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরেছেন। এ সময় শত শত মানুষের ভিড় জমে যায়। উপজেলা সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক ও সচিব থাকার সময় তিনি উপজেলার হাজারো মানুষের উপকার করেছেন। মূলত এসব লোকই খবর পেয়ে দেখা করতে এসেছেন। আর এটাই চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ ও সংসদ সদস্যের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর চোখের কাটা হয়েছে। এটা তাঁরা সহ্য করতে পারেননি।

গত সোমবার বিকেলের এ হামলায় দুজন সাংবাদিকসহ তাঁর সঙ্গে দেখা করতে আসা ২১-২২ জনকে পিটিয়ে জখম ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে দাবি করে মেসবাহ উদ্দিন বলেন, তাঁদের ওপর যাঁরা হামলা করেছেন, তাঁরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এসব মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে চরফ্যাশনবাসী প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও চাঁদাবাজির শিকার হবেন। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। এসব সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সচিব মেসবাহ উদ্দিনের ঈদ শুভেচ্ছা বিনিময় বহরে কে বা কারা হামলা করেছে, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না। এর সঙ্গে ভোল-৪ আসনের সংসদ সদস্যের বা উপজেলা আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।

থানায় জিডি

ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাবেক সচিব মেসবাহ উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে শশীভূষণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে করা এ জিডিতে কারও নাম উল্লেখ করা হয়নি।

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘একটি জিডি পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জিডির আবেদন করেন সাবেক সচিব মেসবাহ উদ্দিনের কর্মী ও চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা আবু ছাইদ।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সচিব মেসবাহ উদ্দিন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানবাজারে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন। সেখানে তিনিসহ শত শত লোক উপস্থিত হন। এ সময় স্থানীয় বাসিন্দা ও চরফ্যাশন থেকে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁদের ওপর আক্রমণ চালায় ও অনেককে বেধড়ক পিটিয়ে জখম করে। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় বাজারের লোকজন, ব্যবসায়ীরা একত্র হয়ে প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।