কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

ঢাকার কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের মালামাল। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের নিত্যনন্দপুর গ্রামে
ছবি: প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাত দলটি বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান মালামাল লুট করেছে।

আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাফিজ বলেন, ‘আমার বাড়ির দ্বিতীয় তলার ‍উত্তর পাশের জানালার গ্রিল কেটে পাঁচ থেকে ছয়জনের মুখোশধারী ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। এরপর তারা আমাকে অন্য কক্ষে নিয়ে যায়। ডাকাতেরা আমাকে, আমার স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।’

ঘটনার বর্ণনা দিয়ে শাহজাহান হাফিজের মেয়ে শিরীন হাফিজ জানান, তিনি ও তাঁর মা মেরিনা হাফিজ বাসার এক কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে তাঁর বাবার কক্ষ থেকে দরজা ভাঙার শব্দ শুনতে পান। তখন ওই কক্ষে যাওয়ার সময় মাস্ক, মাফলার ও গামছা পরা দুই ব্যক্তিকে দেখেন। শিরিন বলেন, ‘একপর্যায়ে পাঁচজন ডাকাত আমাকে, মা ও বাবাকে পিস্তলের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। এ সময় তারা আমাদের গুলি করবে বলে হুমকি দেয়। পরে তারা ঘণ্টাখানেক অবস্থান করে আমাদের বাড়ির চারটি কক্ষে লুটপাট করে স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।’

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবীর জানিয়েছেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামতও সংগ্রহ করেছেন। লুট করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনার তদন্ত চলছে।

এ ছাড়া গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গোয়ালখালী ও বাস্তার টিলাবাড়ী এলাকার দুই বাড়িতে ডাকাতি ও এক বাড়িতে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে।

এর আগে গত রোববার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বলসতা গ্রামে মোহাম্মদ আরব আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল রান্নাঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাত দলটি বাড়ির সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে ১৭ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।