সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার জামাদারপুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত তরিকুল্লার ছেলে। তিনি বাড়ি থেকে স্থানীয় কোয়ালিটি ফিড নামে একটি কারখানায় কাজ করতেন। এ ঘটনায় ট্রাকচালক আশরাফুল ইসলামকে (৪৪) আটক করেছে পুলিশ। আর ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক আশরাফুল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চরলডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সাব্বির মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। মোটরসাইকেলে আরও একজন আরোহী ছিলেন। জামাদারপুকুর এলাকায় পৌঁছালে নাটোরগামী পণ্য বোঝাই ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাব্বির নিহত হন। তবে মোটরসাইকেলের অপর আরোহীর তেমন কিছু হয়নি।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবুল হাসানাত বলেন, নিহত সাব্বিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।