ফেসবুক লাইভে ভাঙ্গা উপজেলা চেয়ারম্যানকে ইউপি চেয়ারম্যানের হুঁশিয়ারি

ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান (বাঁয়ে) ও ঘারুয়া ইউনিয়ন ইউপির চেয়ারম্যান মনসুর আহমেদ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনসুর আহমেদ। উপজেলা চেয়ারম্যানের একটি বক্তব্যের সূত্র ধরে শুক্রবার দুপুরে তিনি ফেসবুক লাইভে আসেন। ইতিমধ্যে তাঁর লাইভ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হাবিবুর রহমান ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের বাসিন্দা। বর্তমানে আওয়ামী লীগে পদপদবি না থাকলেও একসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। অন্যদিকে মনসুর আহমেদও ঘারুয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁরও দলে পদপদবি নেই। ১০ বছর সৌদি আরবে থেকে দুই বছর আগে এলাকায় ফিরে চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় রাজনীতিতে দুজনই সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সনের অনুসারী। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

ছড়িয়ে পড়া ৮ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে ইউপি চেয়ারম্যান মনসুর বলেন, ‘ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেব আপনার উদ্দেশে বলি, আমি মনসুর মুন্সী টিউবওয়েল থেকে চার আনা পয়সা নিই না। আপনি ২৫ হাজার করে টাকা নিচ্ছেন। হাজার হাজার লোকের কাছ থেকে। সেই প্রমাণ আমার কাছে আছে। আপনি আমার এলাকায় এসে আমার নেতা-কর্মীদের বলেন, আমি নাকি রেলের ১ কোটি ২৫ লাখ টাকা পাইছি, আপনার স্বাক্ষর দিয়ে টাকা উঠাইছি। আপনাকে এর প্রমাণ দিতে হবে। এই টাকা আমি কীভাবে পেলাম?’

ইউপি চেয়ারম্যান মনসুর আরও বলেন, ‘আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওপেনে, শুধু রেলে না, ঘারুয়া ইউনিয়নে সরকার যে বরাদ্দ দেয়, তার থেকে যদি আমি এক টাকার কাজ কম করে থাকি, জীবনে রাজনীতি করব না। আপনি যে হাজার হাজার মানুষের কাছ থেকে টিউবওয়েলের জন্য টাকা নিয়েছেন, উন্নয়ন ফান্ডের টাকার টিউবওয়েল, যেটা বিনা পয়সায় দেয় সরকার। মিথ্যার একটা লিমিট থাকে। আপনার মতো একজন মানুষ, এত বড় স্থানে আছেন। আপনি কীভাবে আমার নেতা-কর্মীদের কাছে বলেন, আমি রেলের ১ কোটি ২৫ লাখ টাকা পাইছি। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, এটা আপনি প্রমাণ করেন। না হলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

‘আপনাকে হুঁশিয়ার করে দিলাম। আপনি ভালো হয়ে যান’ উল্লেখ করে মনসুর আহমেদ বলেন, ‘আপনি আমার এলাকায় এসে এ ধরনের বদনাম রটায়েন না। তাহলে জনগণ আপনাকে ছাড় দিয়ে কথা বলবে না।’ তিনি বলেন, ‘আপনি উপজেলা নির্বাচন করবেন, সেটা আপনার অধিকার। আমি উপজেলা নির্বাচন করব, সেটা আমার অধিকার। মানুষ আমাকে ভালো মনে করলে আমাকে ভোট দেবেন। আপনারা তো ঘারুয়া ইউনিয়ন নিয়ে খেলাধুলা করেছিলেন, তারপর তো আমি সাত হাজার ভোটের কাছাকাছি পেয়ে জয়ী হয়েছিলাম।’

বক্তব্যের সত্যতা জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মনসুর প্রথম আলোকে বলেন, ‘আমি যা বলেছি, সব সত্য। হাবিবুর রহমান সাহেব চ্যালেঞ্জে এলে আমি প্রমাণ দিতে পারব।’

জানতে চাইলে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর বলেন, ‘ঘারুয়া ইউপির চেয়ারম্যান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আমি তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী জেনে তিনি আমাকে নিয়ে, আমার ইমেজ খারাপ করতে এসব অসত্য কথা বলেছেন। তাঁর কোনো কথারই ভিত্তি নাই।’