থ্যালাসেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী জুবায়ের বাঁচতে চায়

জুবায়ের আহম্মেদ
ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুবায়ের আহম্মেদ ২০০৯ সাল থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। বর্তমানে সে ঢাকার থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন। অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীকে প্রতি মাসে দুবার ঢাকায় গিয়ে রক্ত দিতে হয়। এ জন্য প্রতি মাসে প্রায় ১৬ হাজার টাকা খরচ হয়। ওষুধ বাবদ খরচ হয় আরও প্রায় ১১ হাজার টাকা।

জুবায়েরের বাবা মামুন মুস্তফী একজন চায়ের দোকানদার। দুই বছর ধরে তিনি নিজেও অসুস্থ। তাঁর নিজের কোনো জায়গাজমি নেই। বোনের বাড়িতে থাকেন। সহায়তা ও ধারদেনা করে এত দিন ছেলের চিকিৎসা করিয়েছেন তিনি। এখন তাঁর পক্ষে ছেলের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদ হোসেন বলেন, জুবায়ের মেধাবী শিক্ষার্থী। থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ায় মাসে দুবার তাকে ঢাকায় নিয়ে রক্ত দিতে হয়। তার পরিবার সচ্ছল নয়। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। সাহায্য-সহযোগিতা পেলে ভালো চিকিৎসা পেয়ে ছেলেটি সুস্থ হয়ে উঠতে পারে।

নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন, জুবায়ের আহম্মেদের দাদা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। পরিবারটি অত্যন্ত গরিব। জুবায়েরের চিকিৎসায় অনেক টাকার ওষুধ লাগে। কিন্তু টাকার অভাবে ঠিকমতো তার চিকিৎসা করাতে পারছে না।

জুবায়েরের চিকিৎসায় সমাজের বিত্তবান মানুষের সহায়তা কামনা করেছে তার পরিবার। জুবায়েরের বাবা মামুন মুস্তফী বলেন, ছোট্ট চায়ের দোকান দিয়ে তাঁর সংসার চলে। নিজেও অসুস্থ। জমিজায়গাও নেই। অন্যের সাহায্য ও ধারদেনা করে এত দিন চিকিৎসা চালিয়ে আসছেন। কিন্তু বর্তমানে তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। তিনি ছেলের চিকিৎসায় সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

জুবায়েরকে নিম্নোক্ত হিসাবের মাধ্যমে সহায়তা করা যাবে। হিসাব নম্বর-২৩০৩৬০১০০৭০৬৯, সোনালী ব্যাংক বাঘারপাড়া শাখা, বিকাশ নম্বর- ০১৭৯৩৩৯৪১২৪, নগদ হিসাব নম্বর-০১৭৯৩৩৯৪১০৬।