সাদা পাথর এলাকায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক কিশোর মারা গেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত কিশোরের নাম মেহেদি হাসান ইমন (১৫)। সে সিলেট নগরের লালা দীঘিরপাড় এলাকার জামাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল মেহেদি হাসান। দুপুরে বন্ধুদের সঙ্গে সাদা পাথর এলাকায় পানিতে নামে। একপর্যায়ে সে নিখোঁজ হয়। বেলা দুইটার দিকে মেহেদিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ বলেন, মেহেদি হাসান সাঁতার জানত না। বন্ধুদের সঙ্গে পানিতে নেমে সে তলিয়ে যায়। তিনি বলেন, মৃত কিশোর স্কুলছাত্র বলে জানা গেছে। তবে সে কোন বিদ্যালয়ে ও কোন শ্রেণিতে পড়ত, সেটি জানা যায়নি।