খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি প্রতিষ্ঠান কিংবা সরকারি জায়গায় গাছ বিক্রি করতে জেলা প্রশাসনের অনুমতির দরকার হয়। এর আগে সংশ্লিষ্ট বন দপ্তর থেকে বিক্রির উপযোগী গাছগুলোর প্রচলিত বাজারমূল্য নির্ধারণ করা। ২০১৬ সালে বন বিভাগ ১০৪টি গাছের মূল্য নির্ধারণ করেছিল আড়াই লাখ টাকা।

তুলা উন্নয়ন বোর্ডের দুই কর্মীকে গাছগুলোর দুর্দশা সম্পর্কে প্রশ্ন করা হলে তাঁরা নিজেদের প্রতিষ্ঠানের বিষয়ে খুব বেশি কথা বলতে চাননি। তাঁদের একজন পরিচয় প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সরকারি গাছ, হাত দিলেই সর্বনাশ। পচে গেলেও সমস্যা নাই, কিন্তু কাজে লাগালে চৌদ্দগুষ্টির সোজা জেল। এসব গাছ অন্তত ১০ বছর ধরে মরে আছে। ২০১৩ সালেই প্রায় ৭০টি গাছ মারা যায়। কিন্তু কোনো গাছ কাটা হয় না।

গাছ কাটার অনুমতির দীর্ঘ অপেক্ষা সম্পর্কে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিমের সঙ্গে। তিনি  বলেন, এত দিন আগে আবেদন করার পর তারা যোগাযোগ করেনি। বিষয়টি পুনরায় সমন্বয় সভাগুলোতে উত্থাপন করলে এত দেরি হতো না।