রংপুরে বৈষম্যবিরোধীদের সেই নেতার চাঁদা দাবি নিয়ে এবার সংবাদ সম্মেলন ইকোপার্ক মালিকের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবি ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি ইকোপার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়া।
আজ সোমবার বিকেলে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের নেতৃত্বে ইকোপার্ক থেকে ১ লাখ টাকা নগদ এবং প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে।
আতিকুল ইসলামের দাবি, মুঠোফোনে তাঁকে প্রতিনিয়ত ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি ও তাঁর কর্মচারীরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। চাঁদাবাজির বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রতিদিন একটার পর একটা ‘মিডিয়া ট্রায়াল’ চলছে। আতিকুল জানান, তাঁর ও কর্মচারীদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আইনের মাধ্যমে সঠিক তথ্য উদ্ঘাটিত হবে। আইনি কী ব্যবস্থা নিচ্ছেন, জানতে চাইলে মামলা করবেন বলে জানান আতিকুল।
সংবাদ সম্মেলনে আতিকুল ইসলামের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাহিদ হাসান খন্দকার কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটি থেকে এ বিষয়ে রাতে একটি প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হবে। এ জন্য সংগঠন থেকে তাঁকে মিডিয়ায় বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে।
এর আগে গতকাল রোববার চাঁদাবাজির অভিযোগ ওঠা বৈষম্যবিরোধী নেতাদের পক্ষে সংবাদ সম্মেলন করেন আজহারুল ইসলাম ভূঁইয়া নামে এক ব্যক্তি। তিনি আতিকুল ইসলামের সহোদর বড় ভাই। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইকোপার্ক নির্মাণ ও অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে যে জমির বিষয়ে আলোচনা উঠেছে, সে জমির মূল মালিক তিনি। তাঁর জমি দখল হওয়ায় তিনি রংপুরের বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের দ্বারস্থ হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তোলা হয়েছে, তা অপ্রচার বলেও দাবি করেন আজহারুল।
গতকালের সংবাদ সম্মেলনে আজহারুল ইসলাম অভিযোগ করেন, রংপুরের গঙ্গাচড়ার পূর্বখলেয়া মৌজায় তাঁর ৪ একর ৫৯ শতাংশ জমি আছে। জমিটি দীর্ঘদিন তাঁর দখলে থাকলেও ২০১৯ সালে তাঁর ভাই আতিকুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম গং জাল রিটের মাধ্যমে জায়গাটি দখল করেন। পরে আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করেন। আজহারুল ইসলাম দাবি করেন, বিষয়টি নিয়ে তিনি আদালতে মামলা করলে আদালত সত্য-মিথ্যা যাচাইয়ের জন্য সিআইডিতে পাঠান। সিআইডির তদন্তে আতিকুল ও মঞ্জুরুলদের জালিয়াতি প্রমাণিত হয়। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তাঁর ভাইয়েরা ওই জমি থেকে বালু উত্তোলন করে আসছেন। কয়েক দফা তিনি (আজহারুল) প্রশাসনে অভিযোগ করেছেন। অবৈধ বালু উত্তোলনের কারণে কয়েকবার জড়িত ব্যক্তিদের জরিমানাও করে প্রশাসন; কিন্তু জমি উদ্ধার করতে পারেননি আজহারুল ইসলাম। অবৈধ বালু উত্তোলনও বন্ধ হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আতিকুল ইসলাম ভূঁইয়া পাল্টা তাঁর ভাই আজহারুল ইসলামের বিরুদ্ধে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে তাঁর ভাষ্য, ইকোপার্কে মৎস্য চাষের জন্য পুকুর খনন করা হয়েছে। অবৈধভাবে কারও জমি থেকে বালু উত্তোলন করা হয়নি।
ওই জমি নিয়ে গত শনিবার সকালে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে শোনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার এক ব্যক্তির কাছ থেকে টাকা চাচ্ছেন। নাহিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তাঁকে সংগঠন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন নাহিদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের কয়েকজন নেতা ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভিডিও ওই কথোপকথনের ঘটনা এক সপ্তাহ আগের। রংপুর নগরের হাজিরহাট এলাকায় একটি ইকোপার্কের নামে অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
কথোপকথনের কথা স্বীকার করে ইকোপার্কের পরিচালক বেলাল হোসেন বলেন, তাঁর কাছে নাহিদ এক লাখ টাকা চাচ্ছিলেন। তিনি জেলা প্রশাসকসহ বিভিন্ন ব্যক্তির ভয় দেখান। ভিডিওটি তাঁরাই করেছিলেন এবং পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল। তবে ভিডিওটি তাঁরা ফেসবুকে ছড়িয়ে দেননি তবে দাবি করেন বেলাল।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে নাহিদ হাসান বলেন, ‘ছয় থেকে সাত দিন আগে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়েছিলাম; কিন্তু আমি কারও কাছে এক টাকাও নিইনি। তাঁরা কোনো প্রমাণও দিতে পারবেন না। এটা পুরোটাই যুবলীগের একটি অংশ সাজিয়েছে। পুরোটাই আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না উল্লেখ করে সংগঠন থেকে নাহিদকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। গত শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখ্য সংগঠক আলী মিলনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিন দিনের মধ্যে নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধ কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।