চট্টগ্রামে ছয় দফা দাবিতে হকারদের ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

চট্টগ্রামে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন হকাররা। আজ বেলা ১২টায় নগরের টাইগারপাস এলাকায়জুয়েল শীল

পরিকল্পিত পুনর্বাসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করেছেন হকাররা। আজ বুধবার দুপুর ১২টার দিকে নগরের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শ হকার কদমতলী-টাইগারপাস সড়কের এক পাশ অবরোধ করে অবস্থান নেন। পরে বেলা একটার দিকে সিটি মেয়র বরাবর স্মারকলিপি প্রদানের পর সরে যান হকাররা।

দুপুর ১২টার আগে টাইগারপাস এলাকায় জড়ো হন হকাররা। তাঁদের হাতে ‘পরিকল্পিত পুনর্বাসন চাই’ লেখা ব্যানার ও ফেস্টুন ছিল। এ সময় সড়কের এক পাশে যান চলাচল প্রায় থেমে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার পর থেকে নিউমার্কেট এলাকা টাইগারপাস মোড়ের দিকে আসতে থাকেন হকাররা। দুপুর সাড়ে ১২টার দিকে টাইগারপাস এলাকায় তাঁরা অবস্থান নেন। এরপর শ্রমিকদের ১০ জনের একটি প্রতিনিধিদল খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে গিয়ে সিটি করপোরেশন অফিসে স্মারকলিপি প্রদান করে।

হকারদের দাবি, পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও তাঁদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে। বেলা পৌনে একটার দিকে চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বরাবর ছয় দফা দাবিতে স্মারকলিপি দেন হকাররা। মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। প্রথম আলোকে তিনি বলেন, হকারদের স্মারকলিপির বিষয়ে সিটি মেয়রকে অবগত করা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

হকারদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে রমজান মাস সামনে রেখে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা, মামলা প্রত্যাহার, পরিচয়পত্র প্রদান ও জাতীয় শ্রমনীতি-২০১২ বিবেচনায় নিয়ে ‘হকার নীতিমালা’ তৈরি।

এর আগে ২২ ফেব্রুয়ারি নগরের নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন হকাররা। ৮ ফেব্রুয়ারি নগরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭০০ থেকে ৮০০ হকার উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি করপোরেশন। এরপর ১২ ফেব্রুয়ারি ফুটপাত পুনর্দখল ঠেকাতে অভিযানে গেলে নগরের রেলস্টেশন এলাকায় হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পুনর্বাসনের দাবিতে কর্মসূচি দিয়ে আসছে হকার সংগঠনগুলো।