অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা: আবদুল আউয়াল মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘গত জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন, শুধু এক মাসের সাফল্য নয়; বরং এটা ১৫ বছর ধরে বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের ফসল। আর বর্তমান অন্তর্বর্তী সরকার এই অভ্যুত্থানের ফসল। এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে, একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা। গণতন্ত্রে উত্তরণের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।’
আজ শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, সংগঠনের নীতি পরিপন্থী কাজ করায় ইতিমধ্যে সারা দেশে প্রায় ১ হাজার ২০০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে না, হবে না। দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনো অন্যায়কে মেনে নেওয়া হবে। বরিশালেও যদি কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ থাকে, তাহলে দল সঠিক পদক্ষেপ নেবে। সবাইকে দেশের জনগণের কথা মাথায় রেখে দলের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যারা দীর্ঘদিন ধরে দলের রাজনীতি করছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ভবিষ্যতে দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন, এমন নেতৃত্ব যেন কর্মীদের দ্বারা নির্বাচিত হয়। এটা সবাইকে মনে রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে উল্লেখ করে আবদুল আউয়াল বলেন, ‘ভবিষ্যতে নতুন কমিটি হবে, অনেকে অনেক ধরনের কথা বলবেন, অনেকে অনেক মতামত দেবেন, ওইসব মতামতগুলো আমরা বিবেচনা করে দলকে শক্তিশালী করব।’ তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সর্বাত্মকভাবে আমাদের কাজ করতে হবে। জনগণের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস ধরে রাখতে কাজ করতে হবে।’